৮টি রোগ নিরাময়ে ম্যাজিকের মত কাজ করে বেদানা (ভিডিও সহ)
বাতের ব্যথা কাবু করে ফেলেছে আপনাকে? বাড়ছে ব্লাড প্রেসার? আটকাতে চান ক্যানসার, বা হার্টের মারত্মক অসুখ? জানেন কি বেদানাই করতে পারে মুসকিল আসান। বেদানার প্রতিটি দানায় রয়েছে
ম্যাজিক। খাদ্যগুণে
ভরপুর বেদানার প্রতিটা দানা।
গবেষণা বলেছে, অ্যান্টিঅক্সিড্যান্টে
ভরপুর বেদানা। রয়েছে
প্রচুর ভিটামিন C আর
ভিটামিন K। পটাশিয়ামে সম্বৃদ্ধ বেদানা। ফাইবার আর প্রোটিনের উত্স এই ফল। অ্যান্টিঅক্সিড্যান্ট সম্বৃদ্ধ
বেদানা ফল ক্যানসার নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় প্রমাণিত বেদানা ক্যানসারাস কোষগুলির বৃদ্ধি
নিয়ন্ত্রণ করে। প্রস্টেট
ক্যানসার প্রতিরোধে দারুন ভাবে কাজে দেয় বেদানা। ব্রেস্ট ক্যানসার নিয়ন্ত্রণেও কাজে
দেয় এই বেদানা।
বেদানার রস হার্টের অসুখের সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়। অ্যান্টিঅক্সিডান্টে ভরপুর বেদানার
রস ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তচাপ কমাতেও সম্পূর্ণ ভাবে কাজে দেয় বেদানা। স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে
বেদানার রস। অ্যালঝাইমার্সের
ক্ষেত্রে কাজে দেয় এই ফল। ব্যথা
কমাতেও বেদানার জুড়ি নেই। গাঁটের ব্যথা থেকে বাতের যন্ত্রণা কমাতে পারে বেদানাই। ব্যাকটিরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন
কমাতে সাহায্য করে। ত্বক
উজ্জ্বল করতেও বেদানা দারুন কাজে দেয়।
সংগৃহীত
অনলাইনের সকল সমাধান ঃ Click Here